স্কুল থেকে ফিরে একসঙ্গে গোসলে, জায়গা হলো পাশাপাশি কবরে
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দ্বীপচর নারায়ণপুরের বুক চিরে স্বাভাবিক রূপেই বয়ে চলছিল ব্রহ্মপুত্র। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় চারপাশ শান্ত, স্বাভাবিক। স্কুল থেকে ফিরে বাড়ির অদূরে বয়ে চলা নদে গোসলে যায় ৫ শিশু। আকস্মিক বিরূপ আবহাওয়ায় শুরু হয় ঝোড়ো বাতাস। নদে ওঠা আগ্রাসী ঢেউ সামলে একজন তীরে উঠলেও ভেসে যায় বাকিরা। দিনের বাকি অংশে স্থানীয়রা নদে তল্লাশি চালিয়েও উদ্ধার করতে... বিস্তারিত
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দ্বীপচর নারায়ণপুরের বুক চিরে স্বাভাবিক রূপেই বয়ে চলছিল ব্রহ্মপুত্র। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় চারপাশ শান্ত, স্বাভাবিক। স্কুল থেকে ফিরে বাড়ির অদূরে বয়ে চলা নদে গোসলে যায় ৫ শিশু। আকস্মিক বিরূপ আবহাওয়ায় শুরু হয় ঝোড়ো বাতাস। নদে ওঠা আগ্রাসী ঢেউ সামলে একজন তীরে উঠলেও ভেসে যায় বাকিরা। দিনের বাকি অংশে স্থানীয়রা নদে তল্লাশি চালিয়েও উদ্ধার করতে... বিস্তারিত