সাবেক এমপি আবু জাফরের ব্যাংক হিসাব তলব

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (কুমিল্লা-৮) অস্ট্রেলিয়া পলাতক আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি ঠিকাদারি খাতে তার ব্যবসায়ী সহযোগী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিম তমাল এবং শফি উদ্দিনের ভাই সোহেল আহমেদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএফআইইউ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। গত ৩১ জুলাই শফি উদ্দিন দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান। এরপর আর তিনি দেশে ফেরেননি। সাবেক এমপি শফি উদ্দিন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং তার ভাই সোহেল আহমেদ ব্যাংকটির পরিচালক। ওবায়দুল কাদরের ভাতিজা ফজলুল করিমসহ তারা তিনজন বিএমআইটি সল্যুশনস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তারা বিদ্যুৎ, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের হাজার-হাজার কোটি টাকার কাজ করেছেন। যেখানে বিপুল অঙ্কের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ইএআর/এমএএইচ/

সাবেক এমপি আবু জাফরের ব্যাংক হিসাব তলব

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (কুমিল্লা-৮) অস্ট্রেলিয়া পলাতক আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি ঠিকাদারি খাতে তার ব্যবসায়ী সহযোগী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিম তমাল এবং শফি উদ্দিনের ভাই সোহেল আহমেদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএফআইইউ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। গত ৩১ জুলাই শফি উদ্দিন দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান। এরপর আর তিনি দেশে ফেরেননি।

সাবেক এমপি শফি উদ্দিন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং তার ভাই সোহেল আহমেদ ব্যাংকটির পরিচালক। ওবায়দুল কাদরের ভাতিজা ফজলুল করিমসহ তারা তিনজন বিএমআইটি সল্যুশনস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তারা বিদ্যুৎ, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের হাজার-হাজার কোটি টাকার কাজ করেছেন। যেখানে বিপুল অঙ্কের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

ইএআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow