সব হত্যার বিচার হবে, পাহাড়ি-বাঙালি আর বিভেদ নয়: নাহিদ
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত কয়েকদিনের সহিংসতায় যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি জেলা সার্কিট হাউজে পার্বত্য অঞ্চলে সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ। এসময় নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন। জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিটি জীবনের মূল্য আছে। অবশ্যই সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি সবাই যেন সুবিচার পায়, তা নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের যে কোনো প্রয়োজনে সরকার সবসময় পাশে থাকবে।’ পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কো
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত কয়েকদিনের সহিংসতায় যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি জেলা সার্কিট হাউজে পার্বত্য অঞ্চলে সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ।
এসময় নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন।
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিটি জীবনের মূল্য আছে। অবশ্যই সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি সবাই যেন সুবিচার পায়, তা নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের যে কোনো প্রয়োজনে সরকার সবসময় পাশে থাকবে।’
পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয় এবং এ নিয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ না হয়; সে বিষয়ে নিহতদের পরিবারকে অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের সবার অধিকার সমান। দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উসকে দেওয়ার পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সাক্ষাতকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএএইচ/এসআর