সচেতনতা বাড়াতে যুবকদের এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা আসিফের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারুণ্যের শক্তিকে দেশের জন্য কাজে লাগাতে হবে। তিনি বলেছেন, মানুষের মাঝে সচেতনতার অভাব আছে উল্লেখ করে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। রোববার...

সচেতনতা বাড়াতে যুবকদের এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা আসিফের

সচেতনতা বাড়াতে যুবকদের এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা আসিফের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারুণ্যের শক্তিকে দেশের জন্য কাজে লাগাতে হবে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারুণ্যের শক্তিকে দেশের জন্য কাজে লাগাতে হবে। তিনি বলেছেন, মানুষের মাঝে সচেতনতার অভাব আছে উল্লেখ করে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সংস্কারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, উন্নত দেশের মতো আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal