শান্তর ব্যাটে সেঞ্চুরি চান সুজন, লিটন-মিরাজেও প্রত্যাশা

আলোর স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে যায় ৪০ মিনিট আগেই। তখন বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৮ রান। উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ও সাকিব আল হাসান ৫ রান নিয়ে। আজ রোববার চতুর্থ দিনের খেলা। বাংলাদেশকে জিততে হলে করতে হবে আরও ৩৫৭ রান। হাতে আছে ৬ উইকেট। টেস্ট ক্রিকেটে কোনো দল চতুর্থ ইনিংসে ৫০০ রান তাড়া করে জেতেনি। তাই বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। এমনকি ড্রয়ের আশাও করছেন না বিসিবি থেকে পদত্যাগ করা এই পরিচালক। সুজন বলেন, ‘জয়ের চিন্তা না। আমি ড্রয়ের কথাও ভাবছি না। আমার আশা, চতুর্থ দিন পুরো দুই সেশন ব্যাটিং করা সম্ভব হলে পুরো দিন উইকেটে কাটিয়ে দেওয়া। সেটি না হলে অন্তত চা বিরতির পর আরও এক ঘণ্টা উইকেটে থাকতে পারলেই আমি সন্তুষ্ট। আমার লক্ষ্য একটাই; যতটা সম্ভব প্রতিরোধ গড়ে তোলা।’ এই টেস্টে অধিনায়ক শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের মধ্য থেকে অন্তত একজনের সেঞ্চুরি দেখার আশায় আছেন সুজন। প্রত্যাশার বাণী শুনিয়ে সুজন বলেন, ‘রোববার চতুর্থ দিন অন্তত দুই সেশন ব্যাট করতে হলে শান্ত, লিটন ও মিরাজের মধ্য থেকে একজনের সেঞ্চুরি প্রয়োজ

শান্তর ব্যাটে সেঞ্চুরি চান সুজন, লিটন-মিরাজেও প্রত্যাশা

আলোর স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে যায় ৪০ মিনিট আগেই। তখন বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৮ রান। উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ও সাকিব আল হাসান ৫ রান নিয়ে।

আজ রোববার চতুর্থ দিনের খেলা। বাংলাদেশকে জিততে হলে করতে হবে আরও ৩৫৭ রান। হাতে আছে ৬ উইকেট।

টেস্ট ক্রিকেটে কোনো দল চতুর্থ ইনিংসে ৫০০ রান তাড়া করে জেতেনি। তাই বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। এমনকি ড্রয়ের আশাও করছেন না বিসিবি থেকে পদত্যাগ করা এই পরিচালক।

সুজন বলেন, ‘জয়ের চিন্তা না। আমি ড্রয়ের কথাও ভাবছি না। আমার আশা, চতুর্থ দিন পুরো দুই সেশন ব্যাটিং করা সম্ভব হলে পুরো দিন উইকেটে কাটিয়ে দেওয়া। সেটি না হলে অন্তত চা বিরতির পর আরও এক ঘণ্টা উইকেটে থাকতে পারলেই আমি সন্তুষ্ট। আমার লক্ষ্য একটাই; যতটা সম্ভব প্রতিরোধ গড়ে তোলা।’

এই টেস্টে অধিনায়ক শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের মধ্য থেকে অন্তত একজনের সেঞ্চুরি দেখার আশায় আছেন সুজন।

প্রত্যাশার বাণী শুনিয়ে সুজন বলেন, ‘রোববার চতুর্থ দিন অন্তত দুই সেশন ব্যাট করতে হলে শান্ত, লিটন ও মিরাজের মধ্য থেকে একজনের সেঞ্চুরি প্রয়োজন।’

সুজন বলেন, ‘আমার বিশ্বাস অধিনায়ক শান্ত আর সাকিবের জুটিটা আরও লম্বা হবে। এদের মধ্যে আমি চাই শান্ত সেঞ্চুরি করুক। এরপর লিটন আর মিরাজ খেলবে। ওরা দুজনই ফর্মে আছে। দুজনের ব্যাট থেকে প্রায় নিয়মিত রান আসছে। একজন যদি শতরান করতে পারে, তাহলে আমাদের পক্ষে চতুর্থ দিন চা বিরতির পরও ব্যাট করা সম্ভব।’

সুজনের কণ্ঠে, ‘শনিবার তৃতীয় দিনও উইকেট বেশ ভালো ছিল। চতুর্থ দিন এমন উইকেট থাকলে অন্তত দুই সেশন ব্যাটিং করা যাবে। আমি আসলে রান নিয়ে ভাবছি না। আমরা যদি কালকের পুরো তিন সেশন খেলে ফেলতে পারি, সেটা হবে অনেক বড় অর্জন। অন্তত দুই সেশন পুরো খেলে তারপর ঘণ্টা খানেক ব্যাটিং করলেও আমি সন্তুষ্ট থাকবো।’

এআরবি/এমএইচ/এমএস