মহাখালীতে তুচ্ছ ঘটনায় হত্যা, ঘাতক ফাডা রুবেল গ্রেফতার
রাজধানীর বনানী থানার হত্যা মামলায় অভিযুক্ত পলাতক মো. রুবেল ওরফে ফাডা রুবেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশের একটি দল। রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে গুরুতর আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। এ ঘটনায় ওইদিনই বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় আত্মগোপন করেন ঘাতক রুবেল। হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা। টিটি/এমকেআর
রাজধানীর বনানী থানার হত্যা মামলায় অভিযুক্ত পলাতক মো. রুবেল ওরফে ফাডা রুবেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশের একটি দল।
রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে গুরুতর আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। এ ঘটনায় ওইদিনই বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় আত্মগোপন করেন ঘাতক রুবেল।
হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
টিটি/এমকেআর