বিচার বিভাগ সংস্কারে প্রথম বৈঠক

বিচার বিভাগ সংস্কার করতে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের প্রথম বৈঠক হয়েছে রোববার। পরবর্তী বৈঠক মঙ্গলবার হতে যাচ্ছে। বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনের প্রথম বৈঠক রোববার অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান সুপ্রিম...

বিচার বিভাগ সংস্কারে প্রথম বৈঠক

বিচার বিভাগ সংস্কারে প্রথম বৈঠক

জার্নাল ডেস্ক

বিচার বিভাগ সংস্কার করতে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের প্রথম বৈঠক হয়েছে রোববার। পরবর্তী বৈঠক মঙ্গলবার হতে যাচ্ছে।

বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনের প্রথম বৈঠক রোববার অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। খবর বার্তা সংস্থা বাসসের।

বিচার বিভাগ সংস্কার করতে গত ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়। সেদিনই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি আলাদা আলাদা কমিশন গঠন করেছে সরকার।

এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কার্যক্রম করা হবে বলে সরকার জানিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal