বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি

বরগুনায় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের মত‌বি‌নিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি, হামলা ও চেয়ার ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমিতে এ...

বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি

বরগুনায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি

বরগুনায় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের মত‌বি‌নিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি, হামলা ও চেয়ার ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে।

বাংলাদেশ

প্রতিনিধি

বরগুনায় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের মত‌বি‌নিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি, হামলা ও চেয়ার ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর বরিশাল জোনের বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরের অংশ হিসেবে বরগুনার শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এসময় বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে রেজাউল করিমের গ্রুপের ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে স্থগিত হয়ে যায় মতবিনিময় সভা। পরে পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করেন।

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, এখানে দুটো গ্রুপের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করতেছি এদের সমস্যাগুলো সমাধান করার। 

বরগুনা সদরের উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া বলেন, এখানে একাধিক গ্রুপ উত্তেজিত পরিবেশ সৃষ্টি করেছিল। এর মধ্যে বহিরাগতরা ঢুকে পড়েছিল। আমরা এসে পরিবেশ শান্ত করেছি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow