ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকার
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই ঢাকার। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে ৫৪৮...
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকার
নিজস্ব প্রতিবেদক :: own-reporterএডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই ঢাকার। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে ৫৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং উত্তর সিটি করপোরেশনে একজন। এ সময়ে মোট ৫৪৮ জন নতুন রোগীর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৯০ জন, উত্তর সিটিতে ১৬৯ জন, ঢাকার বাইরে ৪৬ জন, বরিশাল সিটির বাইরে ৫৪ জন, চট্টগ্রাম সিটির বাইরে ২৪ জন, খুলনায় ২০ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ৯ জন ও রংপুরে ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৫৬১ জন। দেশে গত ১ জানুয়ারি থেকে আজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০৬ জন মানুষ। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন রোগী।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
বাংলাদেশ জার্নাল/এফএম