চাঁদপুরে লরি চাপায় দুই শিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়ায় লরি চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তানভীর হোসেন রনি (২৬) ও জাহিদ হাসান জিপু (২৫)। তারা সম্পর্কে খালাতো ভাই। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালগিরি গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতদের স্বজনরা জানান, দুজনই ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। বাইকযোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় মহাসড়কের গজারিয়া এলাকায় একটি লরি তাদের চাপা দেয়। লরিটি রনির পেটের ওপর দিয়ে এবং জিপুর পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান রনি। জিপুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবেরচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতু সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম
চাঁদপুরের কচুয়ায় লরি চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানভীর হোসেন রনি (২৬) ও জাহিদ হাসান জিপু (২৫)। তারা সম্পর্কে খালাতো ভাই।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালগিরি গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতদের স্বজনরা জানান, দুজনই ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। বাইকযোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় মহাসড়কের গজারিয়া এলাকায় একটি লরি তাদের চাপা দেয়। লরিটি রনির পেটের ওপর দিয়ে এবং জিপুর পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান রনি। জিপুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতু সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম