আলো আসবেই গ্রুপে থাকা সদস্যদের ক্রমে নোটিশ দেবে শিল্পীসংঘ
আলোচিত-সমালোচিত আওয়ামী সমর্থক শিল্পীদের হোয়াটস অ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এ যুক্ত নিজ সদস্যদের নোটিশ পাঠাতে শুরু করেছে অভিনয়শিল্পী সংঘ। এরই মধ্যে নির্বাহী কমিটির দুই সদস্যকে ওই গ্রুপে যুক্ত থাকার কারণ জানাতে নোটিশ দিয়েছে সংগঠনটি। জানানো হয়েছে, পর্যায়ক্রমে অন্যদেরও নোটিশ পাঠানো হবে। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাদের কারণ দর্শানো নোটিশ (শো কজ) পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ৭ সেপ্টেম্বর চিঠি পাঠানো হয়। সংগঠনের গঠনতন্ত্রের ৭ এর ৫ ধারা মোতাবেক তাদের শোকজ করা হয়েছে।’ ওই ধারায় সংগঠনবিরোধী কাজে লিপ্ত সদস্যদের কারণ দর্শাতে বলার বিধান রয়েছে। মাত্র দুজনকে কেন নোটিশ দেওয়া হল? জানতে চাইলে আহসান হাবিব নাসিম জাগো নিউজকে বলেন, ‘পর্যায়ক্রমে সবাইকে পাঠানো হবে। তারা কার্যনির্বাহী কমিটির সদস্য বলে তাদের আগে পাঠানো হয়েছে।’ এরই মধ্যে ছোটপর্দার দুই অভিনয়শিল্পী ঊর্মিলা শ্রাবন্তী কর ও সাজু খাদেমকে নোটিশ পাঠানো হয়েছে। দুজনই অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য। সাজু খাদেম সাংগঠনিক সম্পাদক ও ঊর্মিলা শ্রাবন্তী কর আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে
আলোচিত-সমালোচিত আওয়ামী সমর্থক শিল্পীদের হোয়াটস অ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এ যুক্ত নিজ সদস্যদের নোটিশ পাঠাতে শুরু করেছে অভিনয়শিল্পী সংঘ। এরই মধ্যে নির্বাহী কমিটির দুই সদস্যকে ওই গ্রুপে যুক্ত থাকার কারণ জানাতে নোটিশ দিয়েছে সংগঠনটি। জানানো হয়েছে, পর্যায়ক্রমে অন্যদেরও নোটিশ পাঠানো হবে।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাদের কারণ দর্শানো নোটিশ (শো কজ) পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ৭ সেপ্টেম্বর চিঠি পাঠানো হয়। সংগঠনের গঠনতন্ত্রের ৭ এর ৫ ধারা মোতাবেক তাদের শোকজ করা হয়েছে।’ ওই ধারায় সংগঠনবিরোধী কাজে লিপ্ত সদস্যদের কারণ দর্শাতে বলার বিধান রয়েছে। মাত্র দুজনকে কেন নোটিশ দেওয়া হল? জানতে চাইলে আহসান হাবিব নাসিম জাগো নিউজকে বলেন, ‘পর্যায়ক্রমে সবাইকে পাঠানো হবে। তারা কার্যনির্বাহী কমিটির সদস্য বলে তাদের আগে পাঠানো হয়েছে।’
এরই মধ্যে ছোটপর্দার দুই অভিনয়শিল্পী ঊর্মিলা শ্রাবন্তী কর ও সাজু খাদেমকে নোটিশ পাঠানো হয়েছে। দুজনই অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য। সাজু খাদেম সাংগঠনিক সম্পাদক ও ঊর্মিলা শ্রাবন্তী কর আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নোটিশের জবাব দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় পেয়েছেন তারা। আগামীকাল ১৪ সেপ্টেম্বর চিঠির জবাব দেওয়ার শেষ দিন।
- আরও পড়ুন:
- ফারুকীকে আশাবাদী করেছে ‘আলো আসবেই’ গ্রুপ
- ‘আমি বিটিভি যাইনি, গিয়েছি ঢাকা মেডিকেলে’
- শিল্পীসংঘে ‘আলো আসবেই’ গ্রুপ, আলো আসবেই গ্রুপে সংঘের শিল্পীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এরপর গত ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী সমর্থক শিল্পীদের একটি গোপন হোয়াটস অ্যাপ গ্রুপের কথপোকথন। সেখানকার বেশির ভাগ সদস্য গত ১ আগস্ট হাজির হন বিটিভির ধ্বংসযজ্ঞ দেখতে। গ্রুপটির স্ক্রিনশট জানান দিচ্ছে, সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সমর্থিত এই গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিল্পীদের চিহ্নিত করতে কাজ করে যাচ্ছিল। ‘আলো আসবেই’ গ্রুপের কথপোকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত-শিবিরের মেধাবী আন্দোলনকারীরা।’ অরুণা বিশ্বাস উত্তরে লিখেছেন, ‘গরম জল দিলেই হবে।’ সুইটি লিখেছেন, ‘কোনোভাবেই পিছে হটা চলবে না। আমরা কখন কীভাবে কোথায় একত্রিত হবো, সেটা আমরা সবাই মিলে ঠিক করে বের হবো।’ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে গ্রুপের দুই সদস্য সাজু ও ঊর্মিলাকে। ওই গ্রুপে যুক্ত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ অনেকেই।
এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘের সংস্কারের দাবিতে সভা করেছেন সংঘের সদস্য ও অসদস্য অভিনয়শিল্পীরা। আগামী ২৮ সেপ্টেম্বর সাধারণ সভায় সেসব নিয়ে সংগঠনের সদস্যদের বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন সভাপতি আহসান হাবিব নাসিম।
আরএমডি/এএসএম