আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা...

আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা

আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা

জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মৎস্য উপদেষ্টা বলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। কিন্তু আমরা ভারতে ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে তা অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ (খেতে) করতে পারবে।’

দুই দেশের বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেন ফরিদা আখতার। তিনি বলেন, ভারতে মাছ পাঠানোর প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।

মৎস্য উপদেষ্টা আরও বলেন, আমি মনে করি না আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা ভঙ্গুর হওয়া উচিত যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তাহলে তিস্তা সমস্যার সমাধান হওয়া উচিত।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow