আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে প্রতিপক্ষকে রিয়ালের ৪ গোল

লা লিগায় এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার কাছাকাছি চলে এসেছে রিয়াল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। আর এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। গতকাল শনিবার রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে ব্যবধান তৈরি করেছিল আত্মঘাতী গোল। ৫৪ মিনিটে এস্পানিওলের জোফরের নিচু হওয়া একটি ক্রস ঠিকাতে গিয়ে ব্যর্থ হন রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়া। বেলজিয়ামের এই গোলরক্ষকের পায়ে লেগে বল জমা হয় রিয়ালের জালে। ৫৮ মিনিটে দানি কার্ভাহালের গোলে ১-১ সমতায় ফেরে রিয়াল। এরপর ১৫ মিনিটের ব্যবধানে আরও ৩ গোল করে স্বাগতিকরা। ৭৫ মিনিটে রদ্রিগোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। বদলি খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে গোলটি করেন তিনি। এর ৩ মিনিট পর ভিনি নিজেই গোল করেন। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-১। ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। বক্সের ভেতর এনদ্রিককে ফাউল করলে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। এমএইচ/এমএস

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে প্রতিপক্ষকে রিয়ালের ৪ গোল

লা লিগায় এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার কাছাকাছি চলে এসেছে রিয়াল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। আর এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

গতকাল শনিবার রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে ব্যবধান তৈরি করেছিল আত্মঘাতী গোল। ৫৪ মিনিটে এস্পানিওলের জোফরের নিচু হওয়া একটি ক্রস ঠিকাতে গিয়ে ব্যর্থ হন রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়া। বেলজিয়ামের এই গোলরক্ষকের পায়ে লেগে বল জমা হয় রিয়ালের জালে।

৫৮ মিনিটে দানি কার্ভাহালের গোলে ১-১ সমতায় ফেরে রিয়াল। এরপর ১৫ মিনিটের ব্যবধানে আরও ৩ গোল করে স্বাগতিকরা।

৭৫ মিনিটে রদ্রিগোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। বদলি খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে গোলটি করেন তিনি। এর ৩ মিনিট পর ভিনি নিজেই গোল করেন। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-১।

৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। বক্সের ভেতর এনদ্রিককে ফাউল করলে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

এমএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow