হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কাঁপলো ইসরাইল

চলমান দ্বন্দ্বের মধ্যেই ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই অঞ্চলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলে...

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কাঁপলো ইসরাইল

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কাঁপলো ইসরাইল

চলমান দ্বন্দ্বের মধ্যেই ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।

আন্তর্জাতিক ডেস্ক

চলমান দ্বন্দ্বের মধ্যেই ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই অঞ্চলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

হিজবুল্লাহর দাবি সত্যি হলে গত অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর ইসরাইলের সবচেয়ে গভীর এটাই ছিল গোষ্ঠীটির প্রথম রকেট হামলা।

ইসরাইলের সামরিক বাহিনী লেবানন থেকে ১০টি রকেট ছোড়ার কথা জানিয়েছে। এসব রকেটের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই জব্দ করা হয়েছে বলে দাবি তদের। ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলার পর ৬০ বছর বয়সি একজন আহত হয়েছেন।    এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননজুড়ে কয়েক শ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।   এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, এবার তারা তথাকথিত ফাদিয়া-১ ও ফাদিয়া-২ রকেট ছুড়েছে। গত কয়েক মাসে তারা ইসরাইলের দিকে যেসব রকেট ছুড়েছিল তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট।   এরপর গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শরতলিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। এতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারসহ অন্তত ৩৮ জন নিহত ও কয়েক ডজন আহত হয়।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow