স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্বামী
মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই নিজেও না ফেরার দেশে পাড়ি জমালেন মবশ্বির আলী (৭০)। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মবশ্বির আলী জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুজনই দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানাজায় অংশ নেন মবশ্বির আলী। পরে তার কনিষ্ঠ ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারের বাসায় চলে ওঠেন। সেখানে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। ওমর ফারুক নাঈম/এসআর
মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই নিজেও না ফেরার দেশে পাড়ি জমালেন মবশ্বির আলী (৭০)।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মবশ্বির আলী জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুজনই দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানাজায় অংশ নেন মবশ্বির আলী। পরে তার কনিষ্ঠ ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারের বাসায় চলে ওঠেন। সেখানে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওমর ফারুক নাঈম/এসআর