যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে এ ঘটনা ঘটে। শুক্রবার রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে। ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি মোহাম্মদ সাহারিয়ার ইসলাম ওরফে অর্ণব...

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে এ ঘটনা ঘটে।

শুক্রবার রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে। 

ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি মোহাম্মদ সাহারিয়ার ইসলাম ওরফে অর্ণব হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এ সময় কক্ষ বুকিং নিতে আসে একজন। তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাহারিয়ার সমস্যা সমাধানের জন্য ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় গুলি চালায় ওই ব্যক্তি। সাহারিয়ারকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার স্ত্রী ও আট মাস বয়সী একটি মেয়ে আছে।

সাহারিয়ারের ছোট ভাই তানজিল ইসলাম এ খবর শোনার পর ফেসবুক পোস্টে বলেন, তদন্তকারীরা কী ঘটেছে সে সম্পর্কে খুব কম তথ্য শেয়ার করেছেন। কে বা কীভাবে গুলি করেছে তা আমরা জানি না। 

সাহারিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করেছেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow