ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নগরবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আমীর আলীর ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপণ করতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে তিনি জমিতেই লুটে পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এক কৃষক বজ্রপাতে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।আবুল হাসনাত মো. রাফি/এমএএইচ/

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নগরবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আমীর আলীর ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপণ করতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে তিনি জমিতেই লুটে পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এক কৃষক বজ্রপাতে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এমএএইচ/