বাফুফে সভাপতি পদে কে আসবেন: ইমরুল নাকি তরফদার?

ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা পূরণে ব্যর্থ হয়েছে ফুটবল ফেডারেশন। এমন অভিযোগ ও অনুযোগ পুরনো। সুদীর্ঘ ১৬ বছর ধরে বাফুফে সভাপতি হিসাবে দেশের ফুটবল গ্রেট কাজী সালাহউদ্দীন দায়িত্ব পালন করলেও দিনশেষে বাংলাদেশের ফুটবল বৈশ্বিক পর্যায়ে সফলতার মুখ দেখেনি। ধরা দেয়নি দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠত্ব তথা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কিংবা বিশ্ব ফুটবলে জায়গা নেয়া তো বহুদূরের গন্তব্য হিসাবে প্রমাণিত হয়েছে।  

বাফুফে সভাপতি পদে কে আসবেন: ইমরুল নাকি তরফদার?
ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা পূরণে ব্যর্থ হয়েছে ফুটবল ফেডারেশন। এমন অভিযোগ ও অনুযোগ পুরনো। সুদীর্ঘ ১৬ বছর ধরে বাফুফে সভাপতি হিসাবে দেশের ফুটবল গ্রেট কাজী সালাহউদ্দীন দায়িত্ব পালন করলেও দিনশেষে বাংলাদেশের ফুটবল বৈশ্বিক পর্যায়ে সফলতার মুখ দেখেনি। ধরা দেয়নি দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠত্ব তথা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কিংবা বিশ্ব ফুটবলে জায়গা নেয়া তো বহুদূরের গন্তব্য হিসাবে প্রমাণিত হয়েছে।