ফরিদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় যুথী আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুথী আক্তার ওই গ্রামের স্বপন শিকদারের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে সংসারের কাজকর্ম শেষে বিশ্রাম নিতে রুমে চলে যান গৃহবধূ। সন্ধ্যার পর তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু যুথী আক্তারের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখন বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসেন বলেন, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো যাবে। এন কে বি নয়ন/আরএইচ/এমএস

ফরিদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় যুথী আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুথী আক্তার ওই গ্রামের স্বপন শিকদারের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে সংসারের কাজকর্ম শেষে বিশ্রাম নিতে রুমে চলে যান গৃহবধূ। সন্ধ্যার পর তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু যুথী আক্তারের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখন বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসেন বলেন, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো যাবে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস