ফরিদপুরে উৎসবের আমেজে নৌকাবাইচ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামের খালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাতৈর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে খালের দুপাড়ে মানুষের ঢল নামে। কয়েকদিন আগে থেকে প্রচার-প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকেও অনেকে নৌকাবাইচ দেখতে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাইচকে ঘিরে আশেপাশের ছয়টি গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। এছাড়া উৎসবের আমেজ আরও বাড়াতে বসে রূপদিয়া ব্রিজের এপার-ওপার দুপাশে মেলা। মেলায় সকাল থেকেই বিভিন্ন ধরনের মিষ্টি, আখ, খেলনা সামগ্রীসহ বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানিরা। আয়োজকরা জানান, নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন

ফরিদপুরে উৎসবের আমেজে নৌকাবাইচ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামের খালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাতৈর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ দেখতে খালের দুপাড়ে মানুষের ঢল নামে। কয়েকদিন আগে থেকে প্রচার-প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকেও অনেকে নৌকাবাইচ দেখতে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইচকে ঘিরে আশেপাশের ছয়টি গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। এছাড়া উৎসবের আমেজ আরও বাড়াতে বসে রূপদিয়া ব্রিজের এপার-ওপার দুপাশে মেলা। মেলায় সকাল থেকেই বিভিন্ন ধরনের মিষ্টি, আখ, খেলনা সামগ্রীসহ বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানিরা।

আয়োজকরা জানান, নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।

নৌকাবাইচে প্রথম হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগরের ধলা মিয়ার সোনার বাংলা নৌকা, দ্বিতীয় হয়েছে একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কায়েম ফকিরের জলপরী নৌকা এবং তৃতীয় হয় মধুখালীর নৌকা। বিজয়ীদের হাতে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম পুরস্কার তুলে দেন।

এন কে বি নয়ন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow