খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে পর্যটক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পর্যটক দিবসে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো। নিহত মাহবুব ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তিনি ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ান ব্যাংকের কর্মকর্তা সাকিব আল হাসান জানান, শুক্রবার সকালে ব্যাংকের কাওরান বাজার হেড অফিস থেকে ছয়জন কর্মকর্তা খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। দুপুরের দিকে তারা ঝরনায় পৌঁছালে গোসল করার সময় হঠাৎ ওপর থেকে পাথর পড়তে শুরু করে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের এক সদস্য গুরুতর আহত হন। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার দুপুরে খৈয়াছড়া এলাকায় পর্যটক আহতের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্

খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে পর্যটক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পর্যটক দিবসে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।

নিহত মাহবুব ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তিনি ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ান ব্যাংকের কর্মকর্তা সাকিব আল হাসান জানান, শুক্রবার সকালে ব্যাংকের কাওরান বাজার হেড অফিস থেকে ছয়জন কর্মকর্তা খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। দুপুরের দিকে তারা ঝরনায় পৌঁছালে গোসল করার সময় হঠাৎ ওপর থেকে পাথর পড়তে শুরু করে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের এক সদস্য গুরুতর আহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার দুপুরে খৈয়াছড়া এলাকায় পর্যটক আহতের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে একজন পর্যটক মারা গেছেন। আরেকজন গুরুতর আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস