আবারও খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বৃষ্টি ও পাহাড়ি ঢলেপানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ...

আবারও খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আবারও খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি

বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে বলেন, হ্রদে পানি বেড়ে যাওয়ায় আজ সন্ধ্যা ৬টা থেকে ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি বিপৎসীমার নিচে নেমে গেলে বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরে পানি কমে আসায় ৯ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

© Bangladesh Journal

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow